সিলেটেও করোনার উচ্চ সংক্রমণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২১, ১:৫০:১৬ অপরাহ্ন
অনুপম ডেস্ক: করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ হচ্ছে দেশের ৪৬ জেলায়, যার মধ্যে সিলেট বিভাগের তিন জেলা রয়েছে। দেশের সবচেয়ে বেশি সংক্রমিত জেলা মৌলভীবাজার। এই জেলায় পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার প্রায় ৪৯ শতাংশ। গত শুক্রবার সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সূত্রে জানা গেছে, মৌলভীবাজার ছাড়া আরও ৪৫ জেলায় ঘটেছে উচ্চ সংক্রমণ। এর মধ্যে রয়েছে সিলেট ও হবিগঞ্জ। সিলেট ও হবিগঞ্জে শনাক্তের হার ৩৩ থেকে ৪০ শতাংশ। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১০ এর বেশি হলে তাকে উচ্চ সংক্রমিত এলাকা ধরা হয়। আর পাঁচের কম হলে তাকে নিম্ন সংক্রমণ ধরা হয়। একমাত্র জেলা পাবনাতেই শনাক্তের হার পাঁচের কম।
গত বছরের ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রথমে সংক্রমণের ধীর গতি থাকলেও গত জুন থেকে আগস্ট এই তিন মাস করোনার সংক্রমণ ছিল তীব্র। গেল শীতে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থাকলেও শনাক্তের সংখ্যা ক্রমাগত কমছিল। তবে এ বছরের মার্চের শেষ ২ সপ্তাহ থেকে সিলেটে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি হচ্ছে।