আন্তর্জাতিক রুটে বিমান চলাচল এক সপ্তাহ বন্ধ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২১, ৯:৩৪:১৬ অপরাহ্ন
অনুপম ডেস্ক: মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে। তবে জরুরি, কার্গো ও স্পেশাল ফ্লাইট চলাচল করবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আজ রবিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।
বেবিচক কর্মকর্তারা জানান, করোনা মহামারির ঊর্ধ্বগতি প্রতিরোধে বুধবার থেকে দ্বিতীয় দফায় দেশব্যাপী কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে। এ কারণে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেয় বেবিচক।
এর আগে গত ৫ এপ্রিল থেকে লকডাউনের কারণে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে বেবিচক। এবার দেশব্যাপী কঠোর লকডাউনের কারণে ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করল বেবিচক।