২০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ : বন্ধ হতে পারে আন্তর্জাতিক ফ্লাইট
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২১, ৭:৪৩:৪৮ অপরাহ্ন
অনুপম স্টাফ রিপোর্টার : মহামারি করোনাভাইরাসের কারণে আগামী ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে। পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় দেশের অভ্যন্তরীণ সব রুটে ২০ এপ্রিল পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এই লকডাউনে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল বন্ধের পরিকল্পনা করছে সরকার।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) রবিবার (১১ এপ্রিল) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বেবিচক’র চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, লোকডাউন সময়কালীন অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বন্ধ থাকবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে লকডাউন সংক্রান্ত সরকারের নির্দেশনার ওপর।
আজ রবিবার (১১ এপ্রিল) শেষ হচ্ছে সাত দিনের লকডাউন। আর কঠোর লকডাউন শুরু হবে ১৪ এপ্রিল থেকে।