ফ্রান্সে ১৮ বছরের কম বয়সীদের হিজাব পরা নিষিদ্ধ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২১, ৫:০৭:২১ অপরাহ্ন
অনুপম ডেস্ক: ফ্রান্সে ১৮ বছরের কম বয়সী মুসলিম মেয়েদের প্রকাশ্যে হিজাব পরা নিষিদ্ধের প্রস্তাব সম্বলিত একটি বিল পাস করেছে দেশটির সিনেট। বিতর্কিত এই সিদ্ধান্তে তীব্র নিন্দা ও সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সম্প্রতি পাস হওয়া বিলটির বিরুদ্ধে হ্যান্ডসঅফমাইহিজাব হ্যাশট্যাগে প্রতিবাদে শামিল হচ্ছেন অনেকে। খবর আলজাজিরার
প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোন এর আগেই মুসলিম মেয়েদের হিজাব নিষিদ্ধের কথা জানিয়েছিলেন। এরপরই বিলটির পক্ষে ভোট দিয়েছে সিনেট। বিলটি আইনে পরিণত হলে ১৮ বছরের কম বয়সী ফ্রান্সের মুসলিম মেয়েদের জনসমক্ষে হিজাব পরা নিষিদ্ধ হবে।
এ ছাড়া যেসব অভিভাবক ধর্মীয় পোশাক পরেন তাদের ওপর কোনো স্কুলে ভ্রমণ, পাবলিক সুইমিং পুলে যাওয়া বা এ জাতীয় আরও কিছু কাজে অংশ নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হবে।
এই আইনের বিরুদ্ধে ফ্রান্সের তরুণ মুসলিম নারীরা এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম, অমুসলিম নারীরা এ বিলের বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন।
এই আইনকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বিল হিসেবে অ্যাখ্যা দিয়ে ধর্মনিরপেক্ষ ব্যবস্থা সমাজে চালু করার চেষ্টা করা হচ্ছে। এই আইনের কঠোর বিরোধিতা করেছেন বহু মানুষ। অনেকে এই আইনকে ‘ইসলামবিরোধী আইন’ বলে আখ্যায়িত করেছেন। এর মাধ্যমে মুসলিম সংখ্যালঘুদের একপেশে করা হচ্ছে বলে মন্তব্য করছেন তারা।
এর আগে, ২০১১ সালের এপ্রিলে ফ্রান্স নারীদের হিজাব অবৈধ করে বোরকা বা নিকাব পরা মুসলিম মহিলাদের জন্য জরিমানা আরোপ করে এবং অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক এবং বুলগেরিয়াসহ অনেক ইউরোপীয় দেশে একই নিষেধাজ্ঞা আরোপিত হয়। নেদারল্যান্ডস, জার্মানি এবং ইতালি এবং স্পেনের কিছু অংশেও হিজাব সম্পর্কিত আংশিক নিষেধাজ্ঞা রয়েছে।