একদিনে দেড় লাখের বেশি করোনা আক্রান্ত, সব রেকর্ড অতিক্রম ভারতে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২১, ১:০৪:৫২ অপরাহ্ন
অনুপম ডেস্ক: করোনাভাইরাসের আক্রমণে মারাত্মক অবস্থার সৃষ্টি হয়েছে ভারতে। সব রেকর্ড ভেঙে দেশটিতে একদিনেই ১ লাখ ৫২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এক বছরেরও বেশি সময় ধরে চলমান মহামারিতেই এটাই কোভিড আক্রান্তের সবচেয়ে বড় পরিসংখ্যান।
আজ রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন