প্রিন্স ফিলিপ-এর মৃত্যুতে রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্টের শোক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২১, ১২:১৫:৪৮ অপরাহ্ন
অনুপম ডেস্ক: ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ-এর মৃত্যুতে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সদস্যবৃন্দ গভীর শোক এবং দু:খ প্রকাশ করেছেন।
এক যৌথ শোকবাণীতে কমিউনিটি ট্রাস্টের সদস্যরা বলেন, একজন সমাজসেবক হিসেবে প্রিন্স ফিলিপ-এর নাম বিশ্বব্যাপী সমাদৃত। প্রিন্স ফিলিপ পৃথিবীর সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমৃত্যু কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন মহান ব্যক্তিত্বকে হারালাম।
শোকবাণীতে তাঁরা আরও বলেন, আমরা এই মহৎপ্রাণ মানুষটির আত্মার শান্তি কামনা করছি এবং রাজ পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
শোক বিবৃতি দিয়েছেন, রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন, উপদেষ্টা শফিকুর রহমান, উপদেষ্টা মো. শহীদুল্লাহ, উপদেষ্টা ফারুক উদ্দিন,উপদেষ্টা এম.এ মজিদ, উপদেষ্টা মুহিবুল হক মুজিব।