রেডব্রিজ কাউন্সিল উপনির্বাচনে মোহাম্মদ অহিদ উদ্দিন লিবডেম প্রার্থী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২১, ১১:৩৯:৩৩ অপরাহ্ন
অনুপম ডেস্ক: বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ অহিদ উদ্দিনকে রেডব্রিজ কাউন্সিলের উপনির্বাচনে লক্সফোর্ড ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ঘোষণা করা হয়েছে। রেডব্রিজের নির্বাচন কমিশনার আজ শুক্রবার অহিদ উদ্দিনের প্রার্থীতা ঘোষণা করেন।
উল্লেখযোগ্য যে, আগামী ৬ মে রেডব্রিজ কাউন্সিলের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। লিবারেল ডেমোক্র্যাটসের স্থানীয় শাখা গত ফেব্রুয়ারি মাসে মোহাম্মদ অহিদ উদ্দিনকে লক্সফোর্ড ওয়ার্ডে দলের কাউন্সিলর প্রার্থী মনোনীত করে।
মোহাম্মদ অহিদ উদ্দিন আজ শুক্রবার লক্সফোর্ডের স্থানীয় একাধিক মসজিদে গিয়ে মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কাউন্সিলর পদে তাদের সমর্থন এবং দোয়া কামনা করেন। জবাবে স্থানীয় বাশিন্দারা মোহাম্মদ অহিদ উদ্দিনের সাফল্য কামনা করেন।
এ সময় অহিদ উদ্দিনের সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় লিবারেল ডেমোক্র্যাটস নেতা নুরুল ইসলাম, সিলভিয়া, ম্যাগদা, হাবিবুর রহমান প্রমুখ।
মোহাম্মদ অহিদ উদ্দিন আগামীকাল শনিবার থেকে লক্সফোর্ডের ঘরে ঘরে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তিনি লক্সফোর্ডে বিদ্যমান সমস্যাসমূহ নিয়ে স্থানীয বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করবেন।
নির্বাচনী প্রচারের অংশ হিসেবে মোহাম্মদ অহিদ উদ্দিন মন্দির, গুরুদুয়ারা, চার্চ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করবেন।