চুক্তি ভেঙে আনবিক বোমা তৈরির পথে ইরান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২১, ১০:১৯:১৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক: আণবিক বোমা তৈরির পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইরান এবার চুক্তি ভেঙে। আজ শনিবার আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়ে তেজস্ক্রিয় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটি।
জানা গেছে, নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ‘164 IR-6 centrifuge’-এর বাক্সগুলো আনুষ্ঠানিকভাবে বিজ্ঞানীদের হাতে তুলে দেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এই পদার্থ ও ইউরেনিয়ামের সংযোগে বিদ্যুৎ তৈরি করা যায় এবং আণবিক হাতিয়ারও বানানো যায়।
ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু হওয়ায় তেহরানের উদ্দেশ্য নিয়ে বিপদের আশঙ্কা করছে পশ্চিমের ক্ষমতাধর দেশগুলো। ইরানের আণবিক অস্ত্রের দৌড়ে শামিল হলে মধ্যপ্রাচ্যে সমীকরণ সম্পূর্ণ পাল্টে যাবে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
সূত্র: দ্য গার্ডিয়ান, ফ্রান্স২৪, ডয়চে ভেলে