প্রিন্স ফিলিপ-এর মৃত্যুতে রেড ব্রিজের কমিউনিটি নেতা ও সাংবাদিকদের শোক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২১, ৯:৩৬:৫৪ অপরাহ্ন

এক যৌথ শোকবাণীতে তাঁরা বলেন, প্রিন্স ফিলিপ-এর মৃত্যুতে ব্রিটেনবাসী এক মহৎপ্রাণ মানুষকে হারালো। তিনি সারা জীবন রানী দ্বিতীয় এলিজাবেথের পাশে থেকে মানব কল্যাণে নিয়োজিত ছিলেন । প্রিন্স ফিলিপ ব্রিটেনবাসী এবং পৃথিবীর দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন।
শোকবাণীতে তাঁরা আরও বলেন, আমরা প্রয়াত প্রিন্স ফিলিপ-এর আত্মার শান্তি কামনা করছি এবং রাজ পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।