স্বাস্থ্যবিধি না মানায় নরওয়ের প্রধানমন্ত্রীকে ১,৭১৩ পাউন্ড জরিমানা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২১, ৭:৫৯:২৬ অপরাহ্ন
অনুপম ডেস্ক: বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা স্বাস্থ্যবিধি না মানায় নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গকে নরওয়ের মুদ্রায় ২০ হাজার ক্রাউন (১,৭১৩) পাউন্ড জরিমানা করা হয়েছে।
শুক্রবার ৯ এপ্রিল নরওয়ের পুলিশ এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
নিজের ৬০ তম জন্মদিনে একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেন নরওয়ের দুইবারের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ। জন্মদিন পালন অনুষ্ঠানে ১৩ জন সদস্য আমন্ত্রিত ছিলেন। অথচ নরওয়ে সরকার সে দেশে করনা বিধিতে বলেছে, এই মুহূর্তে কোন পার্টি বা অনুষ্ঠানে ১০ জনের বেশি থাকতে পারবে না। করোনার সামাজিক দূরত্ব বজায় রাখার নীতিমালা ভেঙেছেন প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ। এজন্য তাকে জরিমানা করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান ওলে সায়েভেরাদ জানান, প্রধানমন্ত্রীকে নরওয়ের মুদ্রায় ২০ হাজার ক্রাউন (২৩৫২ ডলার) জরিমানা করা হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, মহামারি শুরুর পর এখন পর্যন্ত নরওয়েতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৬০ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৬৮৪ জনের।