ইউকে ব্রেকিং: বৃটেনের রাণীর স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২১, ৫:৪৪:৩৬ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ ৯৯ বছর বয়সে আজ শুক্রবার (৯ এপ্রিল) মৃত্যুবরণ করেছেন।
বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে: “অত্যন্ত দুঃখের সাথে মহামান্য রাণী তার প্রিয় স্বামী, প্রিন্স ফিলিপ, এডিনবরার ডিউকের মৃত্যুর ঘোষণা দিয়েছেন। তিনি শুক্রবার সকালে উইন্ডসর রাজপ্রাসাদে শান্তিপূর্ণভাবে ইন্তেকাল করেছেন।”
বিবিসির সংবাদে বলা হয়েছে প্রিন্স ফিলিপের সাথে ১৯৪৭ সালে রাণী এলিজাবেথের বিয়ে হয়। বিয়ের মাত্র ৫ বছর আগে রাণী ক্ষমতায় আসেন। ব্রিটিশ ইতিহাসে এই দম্পতি দীর্ঘতম সময়ের জুটি।
তাদের ৪ সন্তান, ৮ নাতি-নাতনি এবং নাতি-নাতনিদের আরো ১০ সন্তান রয়েছে।