সিলেটে দুর্ঘটনায় বৃটেন প্রবাসীর মৃত্যু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২১, ২:০২:২৭ অপরাহ্ন
অনুপম ডেস্ক: আবদুল মতিন যুক্তরাজ্য প্রবাসী সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন গতকাল ৮ এপ্রিল। কয়েক দিন আগে পরিবার নিয়ে তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন। দুর্ঘটনায় তার স্ত্রী খালেদা বেগম গুরুতর আহত হয়েছেন। তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ৯টার দিকে পিকআপ ভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা হয়।
নিহত আবদুল মতিন গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের জগঝাপ গ্রামের আবদুল মজিদের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর উপশহর ডি ব্লকের ২৩ নম্বর বাসায় থাকতেন।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে দক্ষিণ সুরমা থেকে তিনি মোটর সাইকেলযোগে স্ত্রীকে নিয়ে উপশহরের বাসায় ফিরছিলেন। হুমায়ূন রশিদ চত্বর থেকে শাহজালাল ব্রিজগামী রাস্তায় আসার পর একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে তিনি ও তার স্ত্রী ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই আবদুল মতিন মারা যান। আর গুরুরত আহতাবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় স্ত্রী খালেদাকে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।