সাংসদ ফারুকের শারীরিক অবস্থা উন্নতির দিকে, গুজব না ছড়ানোর অনুরোধ ছেলের
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২১, ১১:২০:১০ অপরাহ্ন
অনুপম ডেস্ক: বর্ষীয়ান অভিনেতা, প্রযোজক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
৮ এপ্রিল ফেসবুকে প্রচারিত মৃত্যুর সংবাদটি গুজব বলে ফারুকের ছেলে রোশান হোসেন পাঠান গণমাধ্যমকে জানিয়েছে। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। এবং কেউ ভ্রান্ত তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন ফারুকে ছেলে রোশান হোসেন পাঠান।
ছেলে রোশান হোসেন পাঠান বলেন, ‘বাবার মৃত্যুর গুজবটি খুবই দুঃখজনক। তিনি এখন অনেকটা সুস্থ রয়েছেন। প্রায় ১৫ দিন পর বাবার কণ্ঠ শুনতে পেরে বেশ ভালো লাগছে। দুইদিন ধরে বাবা সাড়া দিচ্ছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’
গত ২১ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক।
তিনি গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান। সেখানে পরীক্ষা করার পর রক্তে সংক্রমন ধরা পড়ে। এরপর থেকে তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে ফারুককে আইসিইউতে নেওয়া হয়।