সিলেটে লকডাউন চতুর্থ দিন: কোথাও যানবাহনে মানুষ কম, কোথাও ভিড়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২১, ১০:৩৭:১৬ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: সরকার ঘোষিত লকডাউনের চতুর্থ দিন আজ ৮ এপ্রিল সিলেট শহরে যানবাহন ছিল যথেষ্ট কিন্তু যাত্রী ছিল কম। সিএনজি ও রিকশা খালি ঘুরতে দেখা গেছে অনেক। চালকরা জানিয়েছে, মানুষ কম শহরে, তাই রুজি খুব কম। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার এলাকায় মানুষের ভিড় দেখা গেছে। সুরমা নদীপারের কালিঘাটে কেনাবেচা স্বাভাবিক ছিল।
সিলেট সিটি করপোরেশনের বাস, গণপরিবহন, লেগুনা, সিএনজি ও অটোরিকশাসহ সিলেট জকিগঞ্জ সড়কে স্বল্প সংখ্যক বাসও চলাচল করতে দেখা গেছে। ফেঞ্চুগঞ্জ সড়কে যানবাহন চলাচল করেছে।
সরকারের নির্দেশনার বাইরে নগরে যেসব ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছিল সেগুলো পুলিশ সর্তক করে বন্ধ করে দেয়। সিলেট থেকে ট্রেন চলাচল বন্ধ থাকলেও চলাচল করছে স্বল্প সংখ্যক বাস বিভিন্ন উপজেলার রুটে।