সুনামগঞ্জের শনির হাওরে বোরো কাটা উৎসব শুরু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২১, ৮:২৬:৪৭ অপরাহ্ন
অনুপম ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বোরো ফসলের ভান্ডার খ্যাত শনির হাওরে বোরে ধান কাটা শুরু হয়েছে। ভাটি তাহিরপুর গ্রামের কৃষক সালিম উদ্দিনের এক একর পাকা বোরো ধান কাটার মধ্য দিয়ে মৌসুমের এ উৎসব শুরু হয়।
বুধবার (৭ এপ্রিল) সকালে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই ধান কাটা উৎসবে অংশ নেন।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই বোরো ধান কাটা উৎসবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ফরিদুল হাসান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, এলজিইডি উপজেলা প্রকৌশলী মো.ইকবাল কবীর, উপেজলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, সহ দপ্তর সম্পাদক শাহিন রেজা,উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, মৎস্যজীবী লীগের সদস্য সচিব আজিজুল হক,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন ভীপক, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার প্রমুখ।
উপজেলা কৃষি অফিস জানায়, চলতি বোরো মৌসুমে এ উপজেলার ৮টি হাওরে ১৭ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে।