রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হতে পারে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২১, ৮:২৬:২১ অপরাহ্ন
অনুপম ডেস্ক: আজ বুধবার রাত ১১ থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য আজ রাতে আট ঘণ্টা মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হতে পারে। এ বিষয়ে আগে থেকেই সতর্ক করেছে বিটিআরসি।