লকডাউন পরিস্থিতি: সিলেট শহর দ্বিতীয় দিনে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২১, ৪:১০:২৯ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকার নির্দেশিত নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে অনেকটা স্বাভাবিক যানচলাচল সিলেট শহরে। প্রথম দিনের চেয়ে শহরে মানুষের উপস্থিতি বেড়েছে।
আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা যায় এ চিত্র। কিছু দোকানপাট বন্ধ, কিছু দোকান খোলা। প্রশাসনও এ্যাকশনে। বন্ধ করাচ্ছেন, জরিমানা দিচ্ছেন। সব মিলিয়ে বন্দর জিন্দাবাজার এলাকায় মানুষ ও যান-বাহনের ভিড় দেখা গেছে। ওদিকে দোকানপাট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভও করেছে ব্যবসায়ীরা৷
দুপুর ১২ টায় বন্দরবাজার পয়েন্টে দেখা যায়, অনেক মানুষ বাজার করতে বের হয়েছেন। গণপরিবহন বন্ধ থাকলেও সিএনজিচালিত অটোরিকশা দিয়ে চলছে যাত্রী পরিবহন। রাস্তায় ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যা বাড়তে দেখা যায়৷ রাস্তায় মানুষের সংখ্যা বাড়লেও স্বাস্থ্যবিধি মানায় আগ্রহ নেই বেশিরভাগ মানুষের। গতকাল দিনে মানুষের ভিড় থাকলেও শহরে সন্ধ্যার পর রাস্তা ফাঁকা হয়ে যায়।