দেশে ভূমিকম্প হয়েছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২১, ১২:৫৭:১৬ অপরাহ্ন
অনুপম ডেস্ক: ভূমিকম্পের রেডজোন হিসেবে খ্যাত রংপুর বিভাগের ৮ জেলা কেঁপে উঠেছে সোমবার (৫এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে। ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৬। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিকিমের সীমান্তবর্তী সানজিদে। ভূগর্ভ থেকে ৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগ এবং ভারতের কিছু স্থানেও ভূকম্পন অনুভূত হয়েছে।
রংপুর, দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড় ,নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাসহ আশপাশের কয়েকটি এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়।
গত বছরের ২৮ জুন রংপুর অঞ্চলে সর্বশেষ ভূমিকম্প অনুভূত হয়েছিল। এর আগে ওই বছরের ৮ জানুয়ারি রংপুর বিভাগে ভূমিকম্প হয়েছিল।