লকডাউনের বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি মানাতে মাঠে সিসিক দল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২১, ৩:৫৩:৪০ অপরাহ্ন
অনুপম ডেস্ক: লকডাউনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে নেমেছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) এক দল কর্মকর্তা। এক সপ্তাহের লকডাউনের প্রথম দিন আজ সোমবার দুপুর ১২টা থেকে তারা সিলেট মহানগরের বিভিন্ন পথে তদারক করতে যান।
লকডাউনের প্রথম দিন আজ সোমবার সকাল থেকে গণপরিবহন বন্ধ থাকলেও নগরীতে সিএনজি অটোরিকশা চলাচল করছে। বিপণী বিতান বন্ধ থাকলেও বিচ্ছিন্নভাবে দোকানপাট খোলা। এছাড়া স্বাস্থ্যবিধি না মেনে অনেকেই মাস্ক ছাড়া নগরীতে চলাচল করতে দেখা গেছে।
বেলা ১২টা থেকে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহের নেতৃত্বে চালানো হয় ভ্রাম্যমান আদালত ও সচেতনতামূলক অভিযান। অভিযানকালে মাস্ক ব্যবহার না করায় কয়েকজন পথচারীকে জরিমানা করা হয়। লকডাউনের নির্দেশনা অমান্য করে চলাচল করায় কয়েকটি সিএনজি অটোরিকশাকেও জরিমানা করা হয়।
সিসিক কর্মকর্তাদের দলটি সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে পথচারীদের মাঝে মাস্কও বিতরণ করেন।