আদালতের কার্যক্রম সীমিত আকারে ভার্চুয়ালি চালানোর সিদ্ধান্ত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২১, ৩:৫৯:৩১ অপরাহ্ন
অনুপম ডেস্ক: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সারা দেশে সরকার ঘোষিত লকডাউনের কারণে সীমিত আকারে ভার্চুয়ালি আদালতের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্ট। আজ সোমবার (৫ এপ্রিল) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
সিদ্ধান্ত মোতাবেক সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি বেঞ্চ এবং হাইকোর্ট বিভাগে মাত্র চারটি বেঞ্চ বসবেন। আর প্রত্যেক জেলা ও মহানগরে একটি করে ম্যাজিস্ট্রেট কোর্ট খোলা থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এভাবেই চলবে বিচার কার্যক্রম। এসব আদালতে অতীব জরুরি বিষয় ছাড়া অন্য কিছু শুনানি হবে না।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে গতকাল রোববার রাতে সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতিদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিদ্ধান্ত মোতাবেক আপিল বিভাগের একজন বিচারপতি মঙ্গল ও বৃহস্পতিবার বসবেন। আর হাইকোর্ট বিভাগে তিনটি দ্বৈত বেঞ্চ ও একটি একক বেঞ্চ বসবেন। এ ছাড়া প্রতিদিন গ্রেপ্তার করা ব্যক্তি বা আসামিদের বিষয়ে আদেশ দিতে প্রত্যেক জেলায় ও মহানগরে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন।
গতকাল পর্যন্ত আপিল বিভাগে দুটি বেঞ্চ ও হাইকোর্ট বিভাগে ৫২টি বেঞ্চ চালু ছিল। করোনাভাইরাসের সংক্রমণের কারণে আপিল বিভাগের দুটি বেঞ্চই ভার্চুয়ালি বিচারকাজ পরিচালিত হয়ে আসছে। আর হাইকোর্ট বিভাগের বেশিরভাগ বেঞ্চেই ভার্চুয়ালি বিচারকাজ চলছিল।