লকডাউনের বিধি-নিষেধ জারি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২১, ৬:০৪:৫৩ অপরাহ্ন
অনুপম ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সারাদেশে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার আজ রোববার সকালে।
লকডাউনের সময় গণপরিবহন অর্থাৎ বাস, ট্রেন, লঞ্চ, বিমান চলাচল বন্ধ থাকবে।
সরকারি-বেসরকারি অফিস-আদালতে কেবল জরুরি কাজ হবে। শপিংমল বন্ধ রাখা হবে। কাঁচাবাজার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত অতি জরুরি (ওষুধ কেনা, দাফন, সৎকার, নিত্যপণ্য কেনা) ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না।
গতকাল শনিবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ২১৩ জনের।
প্রজ্ঞাপনে বলা হয়, নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।