নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে ভিড়, লকডাউনের আগে গ্রামের পথে মানুষ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২১, ১:৩৫:০৫ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: দেশে আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন শুরু হবে বলে দুজন মন্ত্রীর বরাতে খবর প্রকাশের পরই রাজধানীর বিভিন্ন বাজারে আতঙ্কের কেনাকাটা শুরু হয়ে গেছে। মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে ভিড় করছে। কেউ কেউ একসঙ্গে বাড়তি পরিমাণ পণ্য কিনে ঘরে ফিরছেন লকডাউনের সময় বাইরে বের হতে পারবে না বলে।
ওদিকে লকডাউনের ঘোষণার পর থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের অতিরিক্ত চাপ লক্ষ্য করা গেছে। সায়েদাবাদ, কল্যাণপুর, গাবতলীসহ সকল বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ বেড়েছে বলেছে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কল্যাণপুর বাস টার্মিনালে এক যাত্রী বললেন, ‘লকডাউনে যাচ্ছে দেশ। অফিস বন্ধ হয়ে যাবে। তাই বাড়ি যাওয়ার জন্য টিকিট কাটতে এসেছি’।
অন্যদিকে সায়েদাবাদ বাস টার্মিনালে এক যাত্রী বলেন, ‘সোমবার থেকে লকডাউনের খবর শুনেই বাস টার্মিনালে ছুটে এসেছি। আজ রাতের বাসে টিকিট কেটে সপরিবারে বাড়ি চলে যাচ্ছি’।