হাইকোর্টের নিষেধাজ্ঞা: হবিগঞ্জের চার পোল্ট্রি ফার্মের কার্যক্রমে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২১, ৪:১৪:০৪ অপরাহ্ন
অলি রহমান: হবিগঞ্জের মাধবপুর উপজেলা চারটি পোলট্রি ফার্মের কার্যক্রমের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। কারণ এ ফার্মগুলো নিয়ম না মেনে পরিবেশ দূষণ করে আসছিল।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদেশের বিষয়টি শুক্রবার (২ এপ্রিল) নিশ্চিত করেছেন রিটকারী পক্ষের আইনজীবী মো. সগির হোসেন লিওন।
তিনি বলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার এ চারটি পোলট্রি ফার্ম এলাকার পরিবেশ দূষণ করে আসছিল।
ফার্মগুলো হলো,কোয়ালিটি ইন্টিগ্রেটেড ফ্যাক্টরি, এইচ অ্যান্ড এইচ এগ্রো লিমিটেড, কোয়ালিটি ফিডস লিমিটেড ও ফারিয়া মেগা লেয়ার ফার্ম। প্রতিকার চেয়ে ঐ এলাকার আনিসুর রহমান আদিলসহ তিন ব্যক্তি জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করেন।
শুনানি শেষে রুল জারি করেন আদালত। একই সঙ্গে তাদের কার্যক্রমের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।