যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে হামলার চেষ্টা, নিহত ২, হামলাকারীর পরিচয় প্রকাশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২১, ৩:৪৫:০১ অপরাহ্ন
অনুপম ডেস্ক: আমেরিকার কংগ্রেস ভবন ক্যাপিটলে আবারও হামলার চেষ্টা করলে একজন পুলিশ অফিসার ও হামলাকারী ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
বিবিসি ও দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ২৫ বছর বয়সী এক যুবক গাড়ি নিয়ে ক্যাপিটল ভবনের দিকে ব্যারিকেড ঠেলে যাওয়ার চেষ্টা করে। সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বাধা দিলে হামলাকারী তাদের ছুরিকাঘাত করে। এতে পুলিশের দুই সদস্য আহত হন। এর মধ্যে একজন মারা যান। অন্যদিকে, পুলিশের গুলিতে ওই হামলাকারী ব্যক্তি নিহত হয়েছে।
ক্যাপিটল পুলিশের ভারপ্রাপ্ত প্রধান ইয়োগান্ডা ডি. পিটম্যান বলেন, হামলায় পুলিশের আহত দুই সদস্যের মধ্যে একজন নিহত হয়েছেন।
এদিকে, এ ঘটনার পরে ক্যাপিটল ভবন এলাকায় আবারও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।
এর আগে ৬ জানুয়ারির হামলার পরও সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল।
ঘটনার কয়েক ঘন্টা পর, যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলাকারীর নাম–পরিচয় প্রকাশ করা হয়েছে। তাঁর নাম নোহা গ্রিন (২৫)। তিনি ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা ছিলেন। তাঁর সঙ্গে কংগ্রেসের কোনো রাজনৈতিক দলের যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাতেও তিনি ছিলেন না। এদিকে হামলায় নিহত পুলিশ কর্মকর্তার পরিচয় পাওয়া গেছে। উইলিয়াম ব্যালি নামের ওই কর্মকর্তা ১৮ বছর ধরে ক্যাপিটল পুলিশে কর্মরত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে নোহা গ্রিনকে ‘নেশন অব ইসলাম’ নামের একটি দলের সদস্য হিসেবে দেখা গেছে। সিএনএনের খবরে জানা যায়, ইনস্টাগ্রামে নোহা গ্রিন যুক্তরাষ্ট্রের সরকারকে কৃষ্ণাঙ্গদের এক নম্বর শত্রু হিসেবে চিহ্নিত করে মন্তব্য করে। ইনস্টাগ্রামে নোহা গ্রিন নিজেকে লুই ফারাহ খানের অনুসারী হিসেবে উল্লেখ করেছে। তার বিভিন্ন বক্তব্যের ভিডিও সে পোস্ট করেছে।