সিলেটের তাহমিন আহমদ এফবিসিসিআই,র নির্বাচনে পরিচালক প্রার্থী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২১, ১১:৪৭:৫৬ অপরাহ্ন
অনুপম ডেস্কঃ দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর পরিচালনা পর্ষদের ২০২১-২৩ মেয়াদের নির্বাচনে পরিচালক পদে সিলেট চেম্বার থেকে মনোনীত পরিচালক প্রার্থী হিসেবে রয়েছেন তাহমিন আহমদ৷
সিলেটের সুনামধন্য হোটেল নির্ভানা ইনের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী তাহমিন আহমদ রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সংশ্লিষ্টতা ছাড়াও তিনি দি সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন ৷
নির্বাচন বোর্ড সূত্র জানায়, এরমধ্যে মনোনীত পরিচালক পদে চেম্বার গ্রুপে ১৭টি ও অ্যাসোসিয়েশন গ্রুপে ১৭টি পদের বিপরীতে ১৬ জন করে মোট ৩২ জন প্রার্থী হয়েছেন। দুটি মনোনীত পরিচালক পদে প্রার্থী দেয়নি গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি-বায়রা। অপরদিকে, ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার জন্য চেম্বার গ্রুপের ২৩টি পদের বিপরীতে ২৫ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩টি পদের বিপরীতে ২৬ জন প্রার্থী হয়েছেন।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন- এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আলী আশরাফ এমপিসহ নির্বাচন বোর্ডের সদস্যদের সই করা প্রার্থী তালিকায় এ তথ্য পাওয়া গেছে।
তফসিল অনুযায়ী, আগামী ৫ মে ২০২১-২৩ মেয়াদের নির্বাচনে পরিচালক পদে ভোট গ্রহণের কথা রয়েছে। আর গত বুধবার নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিনে মোট ৮৩ জন পরিচালক প্রার্থী হয়েছেন।