জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি: রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২১, ৫:২৫:২২ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১ এপ্রিল থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন রাত ৯টা পর্যন্ত সিলেট জেলার সব দোকানপাট খোলা রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
সিলেট জেলা প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও ব্যবসায়ীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় এবং জেলা প্রশাসনের বিজ্ঞপ্তির মাধ্যমে তা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, সিলেট অঞ্চলে ভয়াবহভাবে বাড়ছে কোভিড—১৯ সংক্রমণ। নমুনা পরীক্ষায় প্রতিদিন শত শত আক্রান্ত শনাক্ত হলেও বেশিরভাগ মানুষ মানছেন না স্বাস্থ্যবিধি। এ অবস্থা চলতে থাকলে করোনা সংক্রমণ আরো ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা করছেন সচেতনমহল।