প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ ও অর্থ সহায়তা নিয়ে শাল্লায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২১, ৫:৫৫:১৫ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি: উগ্র সাম্প্রাদায়িক গোষ্ঠীর অতর্কিত হামলায় সুনামগঞ্জের শাল্লায় ক্ষতিগ্রস্থ সংখ্যালঘু সম্প্রাদায়ের পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় ওসমানী বিমান বন্দরে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা নিয়ে সিলেটে পৌছান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেটের দায়িত্বপ্রাপ্ত) আহমদ হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগের ত্রাণ পূণর্বাসন ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী এবং কেন্দ্রীয় ত্রাণ উপ কমিটির সদস্যরা।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্বাগত জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন পিপি, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, মহানগর আওয়ামী লীগের অন্যতম সদস্য তাহমিন আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহতাবুল হাসান সমুজ।
বিশিষ্ট ব্যবসায়ী মহানগর আওয়ামী লীগের অন্যতম সদস্য তাহমিন আহমদ অনুপম নিউজ টোয়েন্টিফোরকে টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেন।
তাহমিন আহমদ বলেন, কেন্দ্রীয় নেতারা আজ সিলেটে পৌঁছার পর দুপুরে সড়ক যোগে সুনামগঞ্জের শাল্লা উপজেলার উদ্দেশ্যে রওনা হন। সেখানে উগ্র সাম্প্রাদায়িক গোষ্ঠীর অতর্কিত হামলায় ক্ষতিগ্রস্থ সংখ্যালঘু সম্প্রাদায়ের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর তরফ থেকে দেওয়া ত্রাণ ও অর্থ সহায়তা তুলে দেবেন নেতারা।
উল্লেখ্য, একটি ফেইসবুকের পোস্টকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের সমর্থকরা ১৭ মার্চ সকালে সুনামগঞ্জের শাল্লার নোয়াগাও, কাশিপুর, নাচনী, চণ্ডিপুর গ্রামে হিন্দুদের বাড়িঘরে হামলা চালায়। ওই হামলায় ৬০-৭০টি বাড়িঘর ভাঙচুর ও আসবাবপত্র তছনছ করা হয়। খবর পেয়ে শাল্লা থানা পুলিশ ও দিরাই থেকে বিপুল সংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।