যুক্তরাজ্য বাদে ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২১, ৪:০৮:০৬ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: ৩ এপ্রিল থেকে ১২টি দেশ থেকে বাংলাদেশে যাত্রীদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ইংল্যান্ড ছাড়া ইউরোপ ও আরও ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
৩ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং আগামী ১৮ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে এই নিষেধাজ্ঞা।
ইউরোপ বাদে যে ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো হলো- তার মধ্যে ইউরোপের দেশগুলো ছাড়াও আছে— আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যেসব এয়ারলাইন্স এসব দেশ থেকে বাংলাদেশে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করে, তারা নিষেধাজ্ঞার এই সময়ে কেবল ট্রানজিট প্যাসেঞ্জার আনতে পারবে। তবে সেক্ষেত্রে ওই যাত্রীদের সেসব দেশে ট্রানজিটের সময় অবশ্যই বিমানবন্দরের টার্মিনাল ভবনের মধ্যে থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে প্রবেশের সময় ও বিমানবন্দরে পৌঁছানোর পর অবশ্যই পিসিআরভিত্তিক কোভিড-১৯ নেগেটিভ সনদ দেখাতে হবে। ফ্লাইট বহির্গমনের ৭২ ঘণ্টার মধ্যে এই টেস্ট শেষ করতে হবে।