নিউক্যাসল বাংলাদেশী এসোসিয়েশনের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২১, ১১:৫৭:৪৭ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি: বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে নিউক্যাসল বাংলাদেশী এসোসিয়েশনের উদ্দ্যাগে গত রবিবার এক ভার্চুয়াল সভার আয়োজন করে।
বিশিষ্ট কমিউনিটি নেতা মাহতাব মিয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন এনবিএ-র শিক্ষা সম্পাদক মোহাম্মদ আহসানুজ্জামান আরিফ।
সভাপতি মাহতাব মিয়া সকল সম্মানিত ব্যক্তিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।
ভার্চুয়াল প্রোগ্রামে প্রধান অতিথি নিউক্যাসল-এর সংসদ সদস্য চি ওনউরাহ ভিডিও বার্তায় বলেন, নিউক্যাসেলে বিভিন্ন সম্প্রদায়ের জনগণ আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে ঐক্যবদ্ধ এবং আমাদের ভিন্ন সংস্কৃতির সিটিতে বাংলাদেশের ঐতিহ্যের লোকজনের অবদান অত্যন্ত ইতিবাচক হয়েছে, এবং এই এলাকার প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিউক্যাসল সিটি কাউন্সিলের লর্ড মেয়র কাউন্সিলর ডেভিড কোক, ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের সভাপতি ডঃ হাসনাত এম হুসেন, বিবিসিসিআই যুক্তরাজ্যের সভাপতি বশির আহমেদ, জিএসসি যুক্তরাজ্যের চেয়ারম্যান ব্যারিস্টার আতাউর রহমান, বিসিএ ইউকের সভাপতি এমএ মুনিম, বোলো ইউকের চেয়ারপারসন ডাঃ জরিনা সরকার, ভয়েস ফর জাস্টিসের চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরী, ফেডারেশন অফ ইউরোপীয় বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সভাপতি ডঃ ওয়ালি তসর উদ্দিন এমবিএ, বার্মিংহাম ব্রিটিশ বাংলাদেশী প্রেসক্লাবের ভাইস চেয়ারম্যান খুসরু খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী যুক্তরাজ্যের সভাপতি সালেহ আহমেদ, ইউকে বাংলা টিভি ২৪ এর চেয়ারম্যান তৌফিক আলী মিনার, ব্রিটিশ বাংলাদেশী সলিসিটার সোসাইটি সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল গাফফার, পাথফাইন্ডারের সহ-প্রতিষ্ঠাতা মুজাহিদ খান, বিবিসিসিআইয়ের উত্তরের পশ্চিম অঞ্চল সভাপতি মিজানুর রহমান, এনবিএর ভাইস চেয়ারম্যান সুফি আহমেদ, বাংলাদেশ কল্যাণ সমিতি সাউথ শিল্ডের চেয়ারম্যান হাবিবুর রহমান রানা, মিডলসবরার বাংলাদেশী সেন্টারের চেয়ারম্যান শেলিম সিদ্দিক, ব্যারিস্টার মুজিব হক, রওশন উদ্দিন, হিসাবরক্ষক রাজীব বাসিথ, শাহান চৌধুরী, নাজমুল মিয়া।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন এনবিএর প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ নাদির আজিজ দারাজ।
ভার্চুয়াল সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন মওলানা মোখলিছুর রহমান।
এরপর সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।
এদিকে, গত ২৬ মার্চ দুপুরে এনবিএ সেন্টারে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সন্ধ্যা হতে মিলেনিয়াম ব্রিজে লাল-সবুজ আলোক সজ্জায় সাজানো হয়।