জালালাবাদ এসোসিয়েশন আমেরিকা ইনকের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২১, ১১:৫৮:১৫ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি, নিউইয়র্ক: জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ২৮ মার্চ রবিবার বিকাল ৬টায় ভার্চুয়াল পদ্ধতিতে সংগঠনের সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজের পরিচালনায় অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ গ্রহণ করেন।
প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, এরপর সংগঠনের মহিলা সম্পাদিকা সুতিপা চৌধুরীর কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।
মৌলানা রসিদ আহমদ মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়। এবং জালালাবাদ এসোসিয়েশনের প্রয়াত কর্মকর্তাগণের এবং বিশ্বমানবতার জন্যও বিশেষ দোয়া করেন।
আলোচনার পর্বের প্রারম্ভে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল। স্বাগত বক্তব্য দেন, সহসভাপতি আহবাব চৌধুরী খোকন।
স্বাধীনতার তাৎপর্য ও যুদ্ধকালীন সময়ের অভিজ্ঞতা নিয়ে আলোচনায় অংশ গ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মুকিত চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জনাব তোফায়েল আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জনাব মো:হালিম খান, বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ কামাল উদ্দীন আহমদ, জালালাবাদ এসোসিয়েশন এর সাবেক সভাপতি বর্তমান ট্রাষ্টী বোর্ড সদস্য জনাব আজমল হোসেন কুনু, জনাব নাসির উদ্দীন, সাবেক ট্রাষ্টী জনাব এমএ ছালাম, নির্বাচন কমিশন মনজুর চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার সালেহ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহসভাপতি আজিমুর রহমান বুরহান, সহসভাপতি মির্জা মামুনুর রসিদ, সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম, বিশিষ্ট সংগঠক ও রাজনীতিবিদ ফারুক চৌধুরী, সিলেট সদর সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সাধারন সম্পাদক হুমায়ুন চৌধুরী, সুনামগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আম্ভিয়া ঠিপু, শ্রীমঙ্গল সমিতির সভাপতি মামুনুর রসিদ সিপু, হবিগন্জ জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, বাংলাদেশ আমিরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারোয়ার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তানিম চৌধুরী, এমসি এন্ড সরকারী কলেজ এলামনি এসোসিয়েশন সভাপতি বেলাল উদ্দীন, ফাউন্ডেশন অব গ্রেটার জৈন্তা ইউএসের সভাপতি রসিদ আহমদ, ওসমানীনগড় এসোসিয়েশনের সভাপতি বসির উদ্দীন, ছাতক সমিতির সভাপতি আব্দুল খালেক, বৃহত্তর সিলেট গনদাবী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাই, হবিগন্জ সদর সমিতির সভাপতি মো: আব্দুর রহমান, সদস্য আমির আলী, বাংলাদেশ সোসাইটি অব ব্রন্সের সভাপতি মো: সামাদ মিয়া, প্রবাসী বয়েস ফাউন্ডেশনের সভাপতি উবায়েদ আনসারী, সমাজ সেবক কফিল চৌধুরী।
সভায় উপস্থিত কার্যকরী কমিটির সম্মানীত সদস্যবৃন্দ : জনাব আহবাব চৌধুরী খোকন, জনাব মন্জুর চৌধুরী জগলু, জনাব শফি উদ্দীন তালুকদার, জনাব মো: জোসেফ চৌধুরী, জনাব লোকমান হোসেন, জনাব মইনুল ইসলাম, জনাব মানিক আহমেদ, জনাব শাহীন কামালী, জনাব জামিল আনসারী, সুতিপা চৌধুরী, জনাব হেলিম উদ্দীন, জনাব মিজানুর রহমান মিজান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে তরুণ প্রজন্মই ভরসা। তাঁদের দেশপ্রেম নিয়ে আধুনিক সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। বক্তারা দেশ ও জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার আহবান জানিয়েছেন।
পরিশেষে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সুন্দর ও সুস্থ জীবন কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।