পর্তুগালে যুবলীগের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২১, ১:৪১:৩৮ অপরাহ্ন
পর্তুগাল থেকে এফআই রনি: বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পর্তুগাল আওয়ামী যুবলীগ কর্তৃক লিসবনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।
২৭ মার্চ করোনা পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে এ অনুষ্ঠানের আহবান করেন সাবেক ছাত্রনেতা তানভীর আলম (জনি)।
অনুপম মেহেদী অনু’র সভাপতিত্বে ও তানভীর আলম জনি’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগ এর সভাপতি জনাব জহিরুল আলম জসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা পর্তুগাল আওয়ামীলীগের মাহাবুব আলম, পর্তুগাল আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মোল্লা, ও পর্তুগাল আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিবৃন্দ ও যুবলীগ নেতাকর্মীরা মিলে বাংলাদেশের পতাকা খচিত দৃষ্টিনন্দন এক কেক কেটে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেন।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও যুবলীগ নেতাকর্মীরা বক্তব্য করেন। বক্তব্যে সকলেই স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কথা স্মরণ করেন, শ্রদ্ধা জানান জাতির সুর্য সন্তানদের যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা।
সুবর্ণজয়ন্তীর এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে নবগঠিত পর্তুগাল বাংলা প্রেস ক্লাব এর সভাপতি রনি মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহাম্মেদ, সহ-সভাপতি জহুরুল মুন, সহ-সভাপতি এফ আই রনি, প্রচার সম্পাদক এনামুল হক ও এনটিভি ইউরোপ এর পর্তুগাল প্রতিনিধি বেলাল আহমেদ সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথি’র বক্তৃতায় পর্তুগাল আওয়ামীলীগ এর সভাপতি জনাব জহিরুল আলম জসিম বলেন, ‘একটি দল এককভাবে কেউ চালাতে পারেন না, দলের প্রত্যেকটি নেতা/কর্মীর পরিশ্রমের সম্মিলনেই একটি শক্তিশালী সংগঠন গড়ে উঠে।‘ পর্তুগালে যুবলীগ এর কোন কমিটি না থাকা স্বত্বেও দেশে সক্রিয় রাজনীতি করা সাবেক ছাত্রনেতাদের নিয়ে সুসংঘটিত হয়ে এত সুন্দর আয়োজন করায় যুবলীগ নেতা/কর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।
বিশেষ অতিথির বক্তৃতায় জনাব মাহাবুব আলম বলেন ‘শুধু সুসময় নয়, অতীতের যে কোন দুঃসময়ের ন্যায় আওয়ামীলীগ সবসময় আপনাদের পাশে থাকবে।‘ বিশেষ অতিথি জনাব মিজানুর রহমান মোল্লা যুবলীগ এর সার্বিক সফলতা কামনা করেন। বিশেষ অতিথি জনাব দেলোয়ার হোসেন বলেন ‘আমাদের সর্বোচ্চ অর্জন হল বঙ্গবন্ধু’র নেতৃত্বে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।‘
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামীলীগ এর সহ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, সোহেল খান, মোঃ শাহজালাল ও আহসান উল্লাহ সরকার।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী যুবলীগ নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য করেন যুবলীগ নেতা রফিক বাবুল, সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন মানিক ও সাবেক ছাত্রনেতা খন্দকার ইউনুস ফাহাদ। বক্তব্যে সবাই একটি শক্তিশালী যুবলীগ গঠনের প্রত্যয় ব্যাক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোঃ সাইদ আহমেদ, সামিউল কাউসার, মোঃ জুয়েল রানা প্রধান, মাহাদী হাসান সুমন, জাহিদ হোসেন, আনোয়ার হোসেন চৌধুরী, জাহিদ হাসান, মোঃ শামস, আহসান কবির, কাউসার আলম, মোঃ মোয়াজ্জেম হোসেন, সালেহ আহমেদ রাজু, ফারুক শিকদার, এইচ এম সাচ্চু সহ আরও অনেকে।
পরিশেষে সঞ্চালক তানভীর আলম জনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সকলের সহযোগিতায় একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ যুবলীগ গঠনে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।