৩০ মার্চ (মঙ্গলবার) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২১, ৮:০২:০৮ অপরাহ্ন
অনুপম অনলাইন ডেস্ক রিপোর্ট: পবিত্র শবেবরাত উপলক্ষ্যে আগামী ৩০ মার্চ মঙ্গলবার আগামী ৩০ মার্চ (মঙ্গলবার) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এর আগে ২৯ মার্চ সোমবার ব্যাংক বন্ধ থাকার কথা জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ মার্চ দিবাগত রাতের পরিবর্তে ২৯ মার্চ দিবাগত রাতে শবেবরাত পালিত হবে।
পবিত্র শব ই বরাত উপলক্ষে আগামী ৩০ মার্চ (মঙ্গলবার) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে সরকারি ছুটি ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ থাকবে। ফলে ওইদিন ব্যাংকও বন্ধ থাকবে।