বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী আটক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২১, ৭:৪০:১৩ অপরাহ্ন
অনুপম অনলাইন ডেস্ক রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে আটক করেছে পুলিশ। রাজধানীর রায়েরবাজার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাসা থেকে রোববার সাড়ে তিনটায় তাকে আটক করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
জানা গেছে, বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীকে রাজধানীর রায়েরবাজার গয়েশ্বর চন্দ্র রায়ের বাসা থেকে দুপুরে পুলিশ আটক করেছে।
তার পরিবারের বরাত দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও আটকের খবরটি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, নিপুণ রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।