আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট’র স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২১, ৭:২৭:২৭ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি: বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর উদ্দোগে জুম ভিডিওকলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।
সংগঠনের সভাপতি ময়নুল চৌধুরী হেলালের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সৈয়দ আজিজুর রহমান এর সঞ্চালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্টানের সার্বিক উপস্থাপনায় ছিলেন টিভি প্রেজেন্টার সামসুন নাহার নিম্মি ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউয়র্কের বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা।
অনুষ্ঠানের শুরুতেই কানন হাসান, রেখা রোজারিও ও তার দলের পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে একখানা ম্যগাজিন প্রকাশিত হয় । ম্যগাজিনের মোড়ক উন্মোচন করেন বাকে’র অন্যতম প্রতিষ্টাতা ডা: সায়েদুর রহমান। অনুষ্টানে বক্তব্য রাখেন বাকের উপদেষ্টা ড: গুলশান আরা পুস্পা, ডা: শওকত খান, আব্দুল মুমিত মামুন, সাবেক উপদেষ্টা কাজী বেলাল শাহজাহান বাকে’র সাবেক সভাপতি ও উপদেষ্টা মশিউর রহমান কামাল, মুক্তিযাদ্ধা ডেভিড স্বপন জোজারিও, কানেকটিকাট ষ্টেট আওয়ামি লীগ সভাপতি জিহাদুল হক, কানেকটিকাট ষ্টেট বিএনপি আহবায়ক তৌফিকুল আম্বিয়া টিপু, বাকে’র সহসভাপতি নুরুল আলম প্রমুখ ।
অনুষ্ঠানে কবিতা আবৃওি করেন নিহার আন্না গোমেজ সংগীত পরিবেশন করেন ফারহানা খান এনি, মুক্তা রোজারিও, জ্যোতি গোমেজ, তান্নি সরকার, শিখা রোজারিও, ভিক্টর ডোনাল্ড রোজারিও প্রমুখ ।
অনুষ্ঠানে সম্পূর্ণ ম্যাগাজিনটি ভিডিও ফুটেজের মাধ্যমে পরিবেশন করেন হুমায়ুন চৌধুরী। এ প্রানবন্ত অনুষ্টানটি ইউ টিউব ও ফেইস বুকের মাধ্যমে পরিবেশিত হয়। অনুষ্টানে বাকে,র বর্তমান ও সাবেক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কানেকটিকাটের বিভিন্ন শহর থেকে বাকে’র সদস্যবৃন্দ জুম ভিডিওকলে মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সন্দ্ব্যা ৭ ঘটিকা থেকে শুরু হয়ে রাত ১০ ঘটিকা পর্যন্ত চলে। তান্নি সরকার ও জোতি গোমেজের অসাধারন পরিবেশনা সবাইকে মাতিয়ে রাখে। অনুষ্ঠানে সামসুন নাহারের প্রানবন্ত উপস্থাপনা সবাইকে আনন্দ প্রদান করে।
পরিশেষে সভপতি ময়নুল চৌধুরী হেলাল সাবাইকে অনুষ্টানে যোগদান করার জন্য এবং স্বাধীনতার সুবনজয়ন্তীতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সমাপ্তি ঘোষনা করেন ।