রাজশাহীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২১, ৪:৩৮:৪০ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: রাজশাহীর কাটাখালীতে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস এবং লেগুনার সংঘর্ষে ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের কাপাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাটাখালী থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেছে, ঘটনাস্থলে ১১ জন এবং হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, দুপুরে কাটাখালীতে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে রাজশাহীগামী হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মাইক্রোবাসটির ১১জন আরোহীই ঘটনাস্থলে মারা যান। এ সময় পাশের একটি লেগুনা ও হানিফ পরিবহনের বাসটির ১৫-২০ জন যাত্রী গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে আরও ৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় হতাহত বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।