ছয় ঘণ্টা পর ‘শিশুবক্তাকে’ ছেড়ে দিলো পুলিশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২১, ১২:২১:২৬ অপরাহ্ন
অনুপম অনলাইন ডেস্ক: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আটক করা ইসলামিক ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানিকে আটকের ছয় ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ।
রফিকুল ইসলামের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি বলেও নিশ্চিত করেন মতিঝিল পুলিশ জোনের সহকারি উপকমিশনার নূরুল আমিন।
আজ বেলা ১২টায় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ বিক্ষোভকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশের দুইজন সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম ও ওয়াহিদুর রহমান।
সেখান থেকেই ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানিসহ আটক করা হয় অন্তত ১০ জনকে।