বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ: শীর্ষে রয়েছেন বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২১, ৭:৩৮:২৮ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানক ও এবং জাতীয় চার নেতাকে শীর্ষে রেখে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৫ মার্চ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এক সংবাদ সম্মেলনে ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করেন। একই সঙ্গে ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকাও প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, আমরা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে ১ লাখ ৮২ হাজার ৮৩৪ জন বীর মুক্তিযোদ্ধার নাম এন্ট্রি করা হলেও প্রায় ৩৫ হাজার জনের বেসামরিক গেজেট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের অনুমোদন না থাকায় এ তালিকার বাইরে রাখা হয়েছে।
তালিকা অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধার সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ৩৭ হাজার ৩৮৭ জন। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম বিভাগে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৩০ হাজার ৫৩ জন। অন্য বিভাগগুলোর মধ্যে বরিশাল বিভাগে ১২ হাজার ৫৬৩ জন, খুলনা বিভাগে ১৭ হাজার ৬৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ৫৮৮ জন, রাজশাহী বিভাগে ১৩ হাজার ৮৯৯ জন, রংপুর বিভাগে ১৫ হাজার ১৫৮ জন এবং সিলেট বিভাগে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১০ হাজার ২৬৪ জন।
মন্ত্রী মোজাম্মেল বলেন, বিলম্বে হলেও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়ন শুরু করা হয়েছে হয়েছে। দেশের প্রখ্যাত গবেষকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এরইমধ্যে কমিটি শহীদ বুদ্ধিজীবীদের সংজ্ঞা নির্ধারণ করেছে। প্রথম ধাপে ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ধাপে ধাপে আরও তালিকা প্রকাশ করা হবে।
মন্ত্রী জানান, দেশের ৪৩৪ উপজেলার প্রতিবেদন নিয়ে এ তালিকা প্রকাশ করার পর যাচাই-বাছাই ও আপিল শুনানি শেষে আগামী ৩০ জুন বীর মুক্তিযোদ্ধাদের নাম চূড়ান্ত তালিকায় প্রকাশ করা হবে।