ঢাকায় মোদিবিরোধী বিক্ষোভ: শিশুবক্তা খ্যাত রফিকুল ইসলাম আটক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২১, ৩:৫৭:৩২ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি: রাজধানী ঢাকার মতিঝিল শাপলাচত্বর এলাকায় বৃহস্পতিবার ২৫ মার্চ বেলা সাড়ে বারোটার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ হয়েছে। মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বিক্ষোভকারীরা এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ‘শিশুবক্তা’ খ্যাত রফিকুল ইসলাম মাদানীকে আটক করেন।
বিক্ষোভ চলাকালে পুলিশ বিক্ষোভকারীদের গতি রোধ করতে চাইলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে । এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে।
বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এদিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার জেরে শাপলাচত্বর হয়ে দৈনিক বাংলা-গুলিস্তান রাস্তাটি বন্ধ হয়ে যায়।