সবার দৃষ্টি এখন সিলেট ৩ আসনের দিকে: কে হচ্ছেন এমপি প্রার্থী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২১, ৩:২৭:২৮ অপরাহ্ন
আহমেদ হোসেন রুমিও: সুরমা কুশিয়ারা অববাহিকায় সিলেট ৩ আসন। বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা নিয়ে গঠিত এই আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস হঠাৎ করে মৃত্যুবরণ করায় একদিকে বইছে শোকের আবহ, অন্যদিকে এই জনপদ নির্বাচনী প্রচার প্রচারণায় মুখর হয়ে উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব প্রার্থীদের কর্মী-সমর্থকেরা।
সিলেট শহরের সন্নিকটে এই আসনের অবস্থান। ভৌগোলিক দিক দিয়েও সিলেট ৩ আসনের অনেক গুরুত্ব রয়েছে। ফেঞ্চুগঞ্জকে সিলেটের শিল্প নগরী বলা হয়ে থাকে। এখানে সারকারখানা, বিদ্যুত প্রকল্পসহ বহুজাতিক প্রতিষ্ঠান গড়ে উঠায় এই আসনের মর্যাদা অনেকটা শানদার। সংসদ সদস্যদের জন্য এই আসন খুবই কাঙ্খিত। এখানে জাতীয় পার্টি, বিএনপি এবং আওয়ামী লীগ সকলেরই আধিপত্য ছিল। জাতীয় পার্টি সিলেট ৩ আসন কে তাদের মুল ঘাঁটি মনে করলেও এখান থেকে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী শফি আহমদ চৌধুরী। সর্বশেষ একাধারে তিনবার নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। আসনটি কে নিয়ে হিসাব-নিকাশ চলছে বিভিন্ন ভাবে। শোকের আবহ কাটতে না কাটতেই এই আসনকে ঘিরে একাধিক প্রার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে সিলেট ৩ আসন। ইতোমধ্যে যুক্তরাজ্য থেকে অনেক প্রার্থী দেশে আসার উদ্যোগ গ্রহণ করেছেন।
দলীয়ভাবে এখনো বিএনপি এই উপনির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা সিদ্ধান্ত না নিলেও বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী এবং যুক্তরাজ্য প্রবাসী বিএনপি’র কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার আব্দুস সালামের তৎপরতা লক্ষ্য করা গেছে। এ আসনে জাতীয় পার্টি তাদের প্রার্থিতা নিশ্চিত করতে চায়। সে লক্ষ্যে তারা কাজও করছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা জাপা নেতা আলহাজ্ব আতিকুর রহমান আতিক এবং সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহহিয়া চৌধুরী ইতিমধ্যে তাদের প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন।
অন্যদিকে এ আসনে আওয়ামী লীগের প্রার্থীদের অংশগ্রহণের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এই তালিকার মধ্যে রয়েছেন মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী, এমপির ছোট ভাই চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি। আওয়ামী লীগের একাংশ এই পরিবারের কাউকে চাচ্ছেন এমপির অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য।
অন্যদিকে ক্ষমতাসীন দলের মনোনয়নপ্রত্যাশী হিসেবে আসন্ন সিলেট ৩ আসনের উপনির্বাচনে কে হচ্ছেন নৌকার পরবর্তী প্রার্থী, তা নিয়ে এলাকায় এবং রাজনৈতিক মহলে চলছে ব্যাপক গুঞ্জন।
ভোটারদের আলোচনায় আরো যাদের নাম বেশী শুনা যাচ্ছে তারা হলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য এনামুল হক চৌধুরী বীর প্রতীক এর ছোটো ভাই বিএমএ’র মহাসচিব এহতেশাম উল হক চৌধুরী দুলাল, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা বারের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন আলোচনায় রয়েছেন। আলোচনায় আরো রয়েছেন, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য, সিলেট চেম্বার অব কমার্স এর সিনিয়র সহ-সভাপতি, এফবিসিসিআইয়ে’র জেনারেল বডির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী তাহমিন আহমদ, আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্যের ধর্নাঢ্য ব্যবসায়ী, ম্যানচেস্টার আওয়ামীলীগের সাবেক সভাপতি স্যার এনাম উল ইসলামের ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ আওয়ামী যুব লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আব্দুর রকিব মন্টু। সাবেক ছাত্র নেতা, সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিব হোসেনের নামও শুনা যাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের তালিকায়। ধারণা করা হচ্ছে, এ তালিকা ক্রমান্বয়ে আরো দীর্ঘ হতে পারে।
তবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন প্রদান করবেন তার পক্ষেই এই আসনের আওয়ামী লীগ নেতাকর্মীরা কাজ করবে বলে অনেকেই মন্তব্য করেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ই মার্চ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেট-৩ আসনের পরপর তিন তিনবারের আওয়ামী লীগের দলীয় এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। তিনি নবম ও দশম সংসদের সদস্য ছিলেন। তার মৃত্যুর পর গত ১৫ মার্চ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। সংবিধান অনুযায়ী, ৯০ দিনের মধ্যে ওই আসনে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।