ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২১, ৪:৫৭:৩৫ অপরাহ্ন
ম্যানচেষ্টার প্রতিনিধি : ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের (যুক্তরাজ্য) উদ্যোগে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি অয়েছে কামালীর সভাপতিত্ত্বে ও সাধারন সম্পাদক শেখ জাফর আহমদের সঞ্চালনায় সর্ব প্রথম পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, হাফিজ মাওলানা নিজাম উদ্দীন। জাতির জনক শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত ও বিদেহী আত্নার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা।
সভার শুরুতে সদ্য প্রয়াত সিলেট ৩ আসনের সংসদ সদস্য আলহাজ মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব করেন ব্রাডফোর্ড আওয়ামীলীগের সভাপতি শওকত আহমদ এমবিই।
২৩ মার্চ অনুষ্টিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা এস এম কামাল হোসেন এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে: যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নঈম উদ্দীন রিয়াজ, সহ সভাপতি আলহাজ জালাল উদ্দীন, সহ সভাপতি হরমুজ আলী, যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মানবাধিকার বিষয়ক সম্পাদক এম এ সারব আলী, ইউকে কার্যনির্বাহী নির্বাহী কমিটির সদস্য, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মাহমুদুর রহমান।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন, গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের সভাপতি আলহাজ সুরাবুর রহমান, ব্রাডফোর্ড আওয়ামীলীগের সভাপতি শওকত আহমদ এমবিই, ওল্ডহ্যাম আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান, কভেন্ট্রি আওয়ামীলীগের সভাপতি মোকদ্দছ আলী, গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তাফা, সহ সভাপতি আব্দুল মান্নান মনাফ, সহ সভাপতি গৌছ মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক রুহুল আমীন চৌধুরী মামুন, ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের উপদেষ্টা গনী আহমদ চৌধুরী, ওল্ডহ্যাম আওয়ামীলীগের সাধারন সম্পাদক গীতিকার মোফাজ্জিল খান, যুগ্ন সাধারন সম্পাদক আজিজুর রহমান দারা, লিভারপুল আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ শিপার মিয়া, সাউথ লন্ডন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজামুল হক নিজাম, সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদ নর্থ রিজিওনের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হান্নান, যুগ্ন সম্পাদক ইব্রাহিম খলিল ইবু, সাংগঠনিক সম্পাদক উবায়দুর রহমান বকুল।
জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক আতাউর রহমান, আইন বিষয়ক সম্পাদক শেখ জিল্লুর রহমান, কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য শেখ ইয়াওর মিয়া, মৌলভী বাজার জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা সৈয়দ ইমরান হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক জামাল আহমদ খান, যুক্তরাজ্য জাতীয় শ্রমীক লীগের সহ সভাপতি আব্দুল বাছির, গ্রেটার ম্যানচেষ্টার যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামীম চৌধুরী টিটু, নিউপোর্ট যুবলীগের সভাপতি শাহ শাফী, ওল্ডহ্যাম যুবলীগের সভাপতি সৈয়দ সাদেক আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন রুহেল, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দীন, গ্রেটার ম্যানচেষ্টার সেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়জুল হক জুয়েল সহ যুক্তরাজ্য আওয়ামীলীগ ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
সভায় বক্তারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী (৫০ বছর) বাংলাদেশের প্রাপ্তি / অপ্রাপ্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জাতি কল্যানে দেশ – বিদেশের সবাইকে এক যুগে কাজ করার আহবান জানান।
স্বাধীনতা, বাংলাদেশ ও বঙ্গবন্ধু একি সুতাঁয় গাথা উল্লেখ করে বক্তার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে যেন দেশ / বিদেশী শকুনের কু- নজর না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখার উদ্ধাত্ত আহবান জানান।