বিশিষ্ট ক্যাটারার্স আবদুল কাদিরের মৃত্যুতে বিসিএ সারে রিজিওনের দোয়া ও আলোচনা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২১, ৯:১০:১৬ অপরাহ্ন
অনুপম লন্ডন প্রতিনিধি: বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ সারে রিজিওনের উদ্যোগে বিশিষ্ট ক্যাটারার্স, বিসিএ’র প্রবীন সদস্য ও কমিউনিটি নেতা আবদুল কাদির এর মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১মার্চ রবিবার বিসিএ সারে রিজিওনের প্রেসিডেন্ট শাহ এ মালিক আজাদ এর সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারী সৈয়দ হাসান আহমেদ ও অর্গানাইজিং সেক্রেটারী ইয়ামীম দিদার এর যৌথ পরিচালনায় জুম ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠিত দোয়া ও আলোচনায় অংশ নেন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিলেতের কমিউনিটির বিশিষ্টজনেরা।
প্রথম পর্বে দোয়ায় বিশিষ্ট ক্যাটারার্স ও বিসিএ’র প্রবীন সদস্য মরহুম আবদুল কাদির এর মাগফিরাত কামনা করে পরকালীন শান্তি ও শোক-সন্তপ্ত পরিবারের ধৈর্য ধারণের শক্তি ও সাহস দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। এছাড়াও সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী বিসিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক চৌধুরী, সারে মুসলিম সেন্টারের ট্রাস্টি ও প্রবীন ব্যক্তিত্ব শফিকুর রহমান, রুমা চৌধুরী ও মিনু আহমেদ সহ সকল মৃত্যুবরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বিসিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মকসুদ আহমেদ, সান্ডারলেন্ডের বিশিষ্টি কমিউনিটি নেতা হারুনুর রাশিদ সহ যারা করোনা ও বিভিন্ন রুগে আক্রান্ত তাদের সবার আশু রোগ মুক্তি কামনা ও বিশ্বের শান্তি ও কল্যান কামনা করে মহান আল্লাহ তা’আলার দরবারে মোনাজাত করা হয়।
দোয়া পরিচালনা করেন সারে মুসলিম সেন্টারের ইমাম বিশিষ্ট আলেম মাওলানা আব্দুর রব।
দ্বিতীয় পর্বে আলোচনায় অংশ নেন, বিসিএ’র সাবেক প্রেসিডেন্ট মাহমুদুর রশীদ এমবিই ও মোস্তফা কামাল ইয়াকুব, বিসিএ’র বর্তমান প্রেসিডেন্ট এম এ মুনিম, সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে জামাল উদ্দিন মকদ্দস, মুজাহিদ আলী চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আব্দুল খালিক চৌধুরী, সাবেক সেক্রেটারী জেনারেল অলি খান এমবিই, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব, কাউন্সিলার পারভেজ আহমেদ, কাউন্সিলার জাহাঙ্গির হক, বিসিএ‘র প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু, ডেপুটি সেক্রেটারী মুজিবুর রহমান ঝুনু, রাজনীতিবিদ ও ব্যাবসায়ী তৌহিদ হোসেন ফিতরাত, নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক ও অনুপম নিউজ টোয়েন্টিফোরের সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, ২৬শে টিভির সি ই ও জামাল খান, মজলী ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট সৈয়দ আমিরুল ইসলাম, প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব আতিকুর রহমান খান, বিসিএ’র এনইসি মেম্বার যথাক্রমে ওয়াহিদুর রহমান বুলু, আমিনুর রশীদ সেলিম, সুয়েব কামালী, শামীম আহমেদ, মজলী ইসলামিক সেন্টারের সাবেক সেক্রেটারী এনায়েত খান, সিরাজুল ইসলাম, মনাফ মিয়া, সাইফুল আলম, আব্দুল গণি, আবিদুর রহমান বাবুল, জায়েদ আলী খুশনু, ফায়জুল হক, ফিরুজুল হক, মো. নাসির উদ্দিন, জায়েদ আলী খুশনু, আলতাফুর রহমান শাহিন,আব্দুল হক, মেহেরুল ইসলাম,আবজল হোসেন, শামসুল আলম খান শাহীন, মাসুক মিয়া,আতাউর রহমান লায়েক,হেলাল মালিক ও এমরান চৌধুরী।
দোয়া ও আলোচনায় আরও অংশগ্রহন করেন নোমান জামান, এমরান চৌধুরী, মৌলানা মাহবুবুর রহমান, আব্দুল হান্নান, মাসুম হক, আক্তারুজ্জামান, আকমল গণি, আব্দুল আহাদ, জসীম চৌধুরী, আব্দুর রাজ্জাক, হারুন মিয়া, নুরুল হক, আব্দুল সাদিক,রহিম মিয়া, এম এ বাছিত, মোহাম্মদ রউফ, জয়নাল আবেদিন, তাজ কোরেশী, ইশফাক চৌধুরী জাকি, আসিফ ইকবাল, আলী বাবর চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী,আদনান, নুরুল হক, সুলেমান আহমেদ, সুলতান, সুলেমান মিয়া, তোফায়েল, আব্দুল সহ অনেকে।
মরহুম আব্দুল কাদিরের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাঁর ছেলে ডা: মো. ফজলুল কাদির ও ছোট ভাই সজ্জাদুর রহমান ।
বক্তারা বলেন, বিশিষ্ট ক্যাটারার্স মরহুম আব্দুল কাদির বিসিএর একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি ছিলেন একজন সজ্জন, সদা হাস্যজ্জল ও সাদা মনের মানুষ। একজন সফল ক্যাটারার্স মরহুম আব্দুল কাদির কমিউনিটিতে অনেক সেবামূলক কাজ করেছেন। বক্তারা মরহুম আব্দুল কাদিরের পরকালীন শান্তি ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
আলোচনায় বক্তারা বিসিএ’র সকল নেতৃবৃন্দ সহ প্রতিষ্ঠানের সকলের করোনা ভ্যাকসিন নেয়ার প্রতি গুরুত্ব আলোপ করে বলেন, কমিউনিটির সবাইকে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি মেনে চলা এবং করোনা ভ্যাকসিন প্রয়োগ নিশ্চিত করা জরুরী।