বাংলাদেশে করোনায় আজ মৃত্যু ৩০, আক্রান্ত ২,৮০৯ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২১, ৪:৪৬:৫৬ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩০ জনপ্রাণ হারিয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,৭২০ জনে।
নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮০৯ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৬হাজার ১টি নমুনা সংগ্রহ এবং ২৫হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৪ লাখ ৩৪ হাজার ২৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ১৯শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩৭শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।।