ভ্যাকসিন নিলেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২১, ৪:২৭:৪৪ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়ে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিভ্রান্তি দূর ও মানুষের মনে আত্মবিশ্বাস গড়ে তুলতে গতকাল শুক্রবার (১৯ মার্চ) অক্সফোর্ড/এস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করলেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালে ভ্যাকসিনটি গ্রহণ করেন।
টিকা নেয়ার পর বিট্রিশ প্রধানমন্ত্রী দু’হাতের বুড়ো আঙ্গুল উঁচিয়ে উল্লাস প্রকাশ করে বলেন, আক্ষরিক অর্থেই আমি কিছু টের পাইনি। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, আশাকরি এবার তা অনেকখানি কেটে যাবে এবং শক্তিশালী বার্তা যাবে দেশবাসীর কাছে। সবাইকে আবারও টিকা নেওয়ার আহ্বান জানাই।
সম্প্রতি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ করার পর রক্ত জমাট বেঁধে যাওয়ার ঘটনা ঘটেছিল বেশ কয়েকবার। তারপর থেকেই ভ্যাকসিনটি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে দেশগুলো। ইউরোপ থেকে একের পর এক আসছিল ভ্যাকসিনের প্রয়োগ স্থগিতের ঘোষণা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো কিছু তারা পায়নি এবং এই ভ্যাকসিনে কোনো সমস্যা নেই, তাই প্রয়োগ অব্যাহত রাখা উচিত। এতে ইউরোপের কয়েকটি দেশ আবারও ভ্যাকসিনটির প্রয়োগ শুরু করে। এবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভ্যাকসিন গ্রহণের মধ্য দিয়ে আর কোনো শঙ্কা থাকছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।