দেশে করোনায় আরও ১৮ জনের মৃত্যু, শনাক্ত ১৮৯৯ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২১, ৬:১০:৪৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় মোট ৮ হাজার ৬৪২ জনের মৃত্যু হলো।
নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৯৯ জন। এর মধ্যদিয়ে মোট শনাক্ত হওয়া রোগী সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৬৬ হাজার ৮৩৮ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৯ হাজার ১৪১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ৯১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক শূন্য ৪ শতাংশ।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। দেশে করোনা রোগী প্রথম শনাক্ত হয় ২০১০ সালের ৮ মার্চ। এরপর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।