বাংলাদেশে করোনায় আজ ১১ জনের মৃত্যু, শনাক্ত হয়েছে ১৮৬৫
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২১, ৫:৩০:৫১ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আজ ১১ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৬০৮ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৮৬৫ জন। মোট শনাক্ত ৫ লাখ ৬২হাজার ৭৫২ জনে দাঁড়িয়েছে।
২৪ ঘণ্টায় ১৫১০জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ১৫ হাজার ৯৮৯ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৪৮১টি নমুনা সংগ্রহ এবং ২৪হাজার ২৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৩ লাখ ২৮ হাজার ২৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।