মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র মৃত্যুতে পীর হবিবুর রহমান ফাউন্ডেশন ইউকে’র শোক প্রকাশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২১, ১১:৩৫:১৮ অপরাহ্ন
লন্ডন প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
বৃহস্পতিবার ১১ মার্চ বিকেল পৌনে ৩ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন,পীর হবিবুর রহমান ফাউন্ডেশন ইউকে’র সভাপতি আজিজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি এম এ করিম, ও ট্রেজারার শামিম আহমেদ সহ ফাউন্ডেশনের উপদেষ্টা ও কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপণ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
শোক বিবৃতিতে মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে সিলেট তথা দেশের রাজনীতিতে একজন গুণী ও আদর্শবান রাজনীতিবিদ ব্যক্তিত্ত্বের শূন্যতা তৈরি হলো বলে উল্লেখ করেছেন। তিনি ছিলেন অত্যান্ত অমায়িক একজন সৎ, কর্মী বন্ধন ও স্বচ্ছ রাজনীতিবিদ।