দেশে আজ শনিবার করোনায় মৃত্যু ১২, আক্রান্ত ১০১৪
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২১, ৬:১২:৪০ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১২ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৫২৭জনে।
নতুন করে আক্রান্ত হয়েছেন ১০১৪ জন। মোট আক্রান্ত ৫ লাখ ৫৬ হাজার ২৩৬ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১১৩৮জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ১০ হাজার ৩১০ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৭৯টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪২ লাখ ৪৮হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ২৬ শতাংশ।