সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সভাপতি আওয়ামী লীগের মতিন খসরু, সম্পাদক বিএনপির কাজল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২১, ২:১৯:৪৭ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২১-২২ নির্বাচনে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল থেকে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ১৪ টি পদে মোট ৭২২ জনের মধ্যে ৫ হাজার ৪৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। রির্পোটটি লেখা পর্যন্ত আওয়ামী প্যানেল থেকে সহ সভাপতি পদে অ্যাডভোকেট সফিক উল্লাহ, সহ-সম্পাদক পদে সাফায়াত সুলতানা রুমি এবং ট্রেজারার পদে অ্যাডভোকেট ড. ইকবাল করিম নির্বাচিত হয়েছে। বিএনপি প্যানেল থেকে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট জালাল উদ্দিন, সহ-সম্পাদক মাহমুদ হাসান নির্বাচিত হয়েছেন।