চিরনিদ্রায় শায়িত হলেন জন নন্দিত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২১, ৮:১২:০৫ অপরাহ্ন
অনুপম প্রতিবেদন: হাজার হাজার ভক্ত, রাজনৈতিক অনুসারী ও নেতাকর্মীদের কাঁদিয়ে শেষ বিদায় নিলেন সিলেট-৩ আসনের জন নন্দিত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
এক দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন থেকে সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর নামাজের জানাজা শুক্রবার বিকেল সোয়া ৫টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়। জানাজা শেষে বাড়ির সামনে পারিবারিক কবরস্থানের তাঁকে দাফন করা হয়।
নিজ বাড়ীর আঙ্গিনায় দাফনের মাধ্যমে সকলের প্রিয় এই নেতাকে শেষ বিদায় জানান নেতাকর্মীরা। এ সময় নুরপুরের আকাশ বাতাস কান্নার শব্দে ভারি হয়ে উঠে। এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
দুপুর ১২ টায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিপ্যাডে করে ফেঞ্চুগঞ্জের এনজিএফএফ খেলার মাঠে লাশ বহনকারী হেলিপ্যাড অবতরণ করে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর লাশ ফেঞ্চুগঞ্জের নুরপুর বড়বাড়িতে নেয়া হয়। এম্বুলেন্সটি প্রবেশের সাথে সাথেই কান্নায় ভেঙে পড়েন দলীয় নেতাকর্মী ও প্রতিবেশীরা।
মাহমুদ উস সামাদ চৌধুরীর এপিএস জুলহাস আহমদ বলেন, ‘হার্টের সমস্যায় তিনি বাইপাস করিয়েছিলেন। করোনা আক্রান্তের পর প্লাজমা থেরাপিও দেওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো গেলো না। নিজের মৃত্যু নিজেই হয়তো আগেই টের পেয়েছিলেন, তাই পিতার নামে তৈরি করা দৃষ্টিনন্দন মসজিদের পাশেই ঠিক করে রেখেছেন নিজের কবরের জায়গা।’
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ মার্চ) ২টা ৪০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। এর আগে ১০ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মাহমুদ উস সামাদ ১৯৫৫ সালের ৩ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন।