করোনায় মারা গেলেন এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২১, ৫:৩৯:১৬ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৩ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরী’র ছোট ভাই আহমেদ উস সামাদ চৌধুরী জেপি।
মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর আগে পর্যন্ত তিনি নিজের নির্বাচনী এলাকায় বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত ছিলেন।
সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরী’র ছোট ভাই আহমেদ উস সামাদ চৌধুরী জেপি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।
গত রোববার (৭ মার্চ) তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়ে বিমানে উঠেন এবং তখন কিছুটা অসুস্থ অনুভব করেন। বিমান থেকে ঢাকায় নামার পর সরাসরি তাঁকে হাসপাতালে ভর্তি হয়।
গতকাল মাহমুদুস সামাদ চৌধুরী কয়েসের ব্যাক্তিগত সহকারী জুলহাস আহমদ জানিয়ে ছিলেন, ‘গত ৭ মার্চ রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বিকেলে ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।’
১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে টিকা নেন এ সংসদ সদস্য। তারপর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না।
তিনি ২০০৮ সাল থেকে পরপর তিন বার এমপি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে অবদান রেখেছেন। পাশাপাশি আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের মহাসচিবের দায়িত্বে ছিলেন।